ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

১১’শ ১৯টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরন

করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে

বাউফল উপজেলার ১১শ’ ১৯ মসজিদের অনুকুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার

সানুগ্রহ অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের

সহযোগীতায় উপজেলা হলরুমে অনুদান বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সে

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।

প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে

ইমাম মোয়াজ্জিনদের অস্বচ্ছলতার কথা চিন্তা করে সানুগ্রহ অনুদান দিচ্ছেন।

আপনারা এই টাকা দিয়ে আপনাদের বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ করবেন।

এতে নিজেদের পারিবারিক সবজির চাহিদা পূরণ হবে এবং বাজারে বিক্রি করে

আর্থিক ভাবে লাভবান হতে পারবেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের

সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল

মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা কৃষি

অফিসার মনিরুজ্জামান হিমু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার

নাসির উদ্দিন প্রমূখ। এ সময় উপজেলার ১,১১৯ টি মসজিদের ইমাম মোয়াজ্জিন

উপস্থিত ছিলেন।

ads

Our Facebook Page